অরণ্য, ঝাড়গ্রাম-১৭ই নভেম্বর:
এসআইআর নিয়ে রাজ্যে রাজনীতি তোলপার সাধারণ মানুষের মনে আতঙ্ক কিভাবে ফর্ম ফিলিপ করবে, কি কি জমা করতে হবে। এর মধ্যেই গোপীবল্লভপুরের মানুষের মনে বেশ কিছু টা সস্তি । বিধায়ক নিজে বসে থেকে সাধারণ গ্রামবাসীর ফর্ম ফিলাপ করছেন সাধারণ মানুষ ভিড় করে ফর্ম ফিলাপ করাচ্ছেন। কোনো ভুল থাকলে সাইট খুলে দেখে দিচ্ছেন। বিধানসভা এলাকার একপ্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরাচ্ছেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত।
এসআইআর নিয়ে তৃনমূল দলের নির্দেশে এতদিন বিএলও দের হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। এবার গোটা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ গ্রামবাসী দের ফর্ম ফিলাপ করছেন বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। দলীয় কর্মীদের দিয়ে প্রতিটি এলাকায় ফর্ম ফিলাপ করার জন্য ক্যাম্প তৈরী করা হয়েছে। নিয়ম করে সকাল থেকে রাত পর্যন্ত সেই সমস্ত ক্যাম্পে ঘুরছেন তিনি। বসে থেকে ফিলাপ করে দিচ্ছেন ফর্ম। যেখানে যা সমস্যা হচ্ছে তা নিজে পৌঁছে গিয়ে সমাধান করছেন। আর তার জেরে এসআইআর নিয়ে যে আতঙ্কের আবহ তৈরী হয়েছিলো তা দূর করে গ্রামবাসীদের মুখে হাসি। তাদের বক্তব্য ডাক্তার বাবু এভাবে নিজে বসে থেকে সব বুঝিয়ে দিচ্ছেন, নিজে করে দিচ্ছেন। ফলে খুশি তারা। দলিয় কর্মীদের বক্তব্য আগেই এভাবেই ডাক্তারি করতেন তিনি। যে কোনো সমস্যায় মানুষের কাছে চলে যেতেন। এখন বিধায়ক হওয়ার পরও একই রকম ভাবে মানুষের কাছে পৌছে তাদের সমস্যার সমাধান করছেন ডাক্তার বাবু।
